• +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

News and Event Details

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শেকৃবিতে মানববন্ধন

Post Date: 2020-12-15
image

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শেকৃবিতে মানববন্ধন। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা । আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সলর অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা । মানববন্ধনে ভিসি অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, আজকে আমরা যখন স্বাধীনতার ৫০ বছর পূর্তি করতে যাচ্ছি, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি, সেই সময় যারা রাতের অন্ধকারে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ভাংচুর করেছে, তাদেরকে আমরা গভীর নিন্দা জানাই। বাংলাদেশের মাটিতে কোন রকম নৈরাজ্য, মৌলবাদ বিস্তারে কোন সুযোগ নেই। অতীতে যেমন আমরা ধর্মান্ধ, মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, এখনও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীরা সবাই মিলে আমরা তাদের প্রতিরোধ করব। ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর সম্মান মানে বাংলাদেশের সম্মান। বঙ্গবন্ধুকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা। আর বঙ্গবন্ধুর অপমান বাংলাদেশের মানুষ সহ্য করবে না। আপনারা যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মত দুঃসাহস দেখিয়েছেন তাদেরকে বলছি এটা শাস্তিযোগ্য অপরাধ। আপনারা এসব অন্যায় কাজ থেকে বিরত থাকুন। বাংলাদেশের আপামর জনতা এসব মৌলবাদী শক্তিকে সহ্য করবে না। মো. বশিরুল ইসলাম উপ-পরিচালক জনসংযোগ ও প্রকাশনা দফতর ০১৭১৬-৫৮১০৪৮৬