তারিখ: ৩১-০৮-২০২৩ ইং
প্রেস বিজ্ঞপ্তি
বরেণ্য কৃষিবিদ ড. কাজী এম বদরুদ্দোজা এর মৃত্যুতে শেকৃবি ভাইস-চ্যান্সেলর এর শোক বার্তা
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া এক শোক বার্তায় বলেন, এটি আমাদের জন্য এক গভীর শোক ও দুঃখের বিষয় যে, ২০২৩ সালের ৩০ আগস্টে আমরা হারিয়েছি বাংলাদেশের কৃষি গবেষণার পথিকৃত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কৃষি বিজ্ঞানী, আধুনিক কৃষি গবেষণার পুরোধা ব্যক্তিত্ব, এদেশের কৃষি গবেষণায় এক নতুন মাত্রা সংযোজনকারী কৃষি গবেষণা ব্যবস্থাপক, ন্যাশনাল এমিরেটাস সায়েন্টিস্ট আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ড. কাজী এম বদরুদ্দোজা-কে। তিনি ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত কৃষির আধুনিক ভাবনার এক আশ্চর্য প্রেরণা দানকারী মানুষ। তাঁর যে অশেষ স্নেহ এবং শ্রদ্ধা দু’টোই পেয়েছি তা কোনদিন ভুলে যাবার নয়। এদেশে বাংলায় আমার যে বিজ্ঞান লেখালেখি তিনি ছিলেন এর এক মহান প্রেরণাদাতা। তাঁর মহাপ্রয়ানে প্রকৃত অর্থেই শোক জানাবার ভাষা নেই। তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। তাঁর অসংখ্য গুণগ্রাহী এক ভক্ত হিসেবে, তাঁর অতি স্নেহধন্য এক মানুষ হিসেবে তিনি আমাদের মনে চির জাগরুক থাকবেন প্রেরণার উৎস হিসাবে। এদেশের ভুখানাঙা মানুষের খাদ্য ও পুষ্টি সরবরাহ নিশ্চিত করার জন্য তাঁর যে প্রচেষ্টা আমরা দেখেছি সে কর্ম ও আকাঙ্খাই তাঁকে পরপারে এক পরম শান্তির জায়গায় পৌঁছে দেবে সেই দোয়াই আজ করি ।
কৃষিবিদ এ. এইচ. এম. মোস্তফা কামাল
অতিরিক্ত পরিচালক
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল-০১৭৪৩-০৪৪১২৮
© 2024 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.