শেকৃবি ও ডিএআই গ্লোবাল, এলএলসি এর সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
২৩ জানুয়ারী ২০২৫ (বৃহস্পতিবার) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে ডিএআই (ডেভেলপমেন্ট অলটারনেটিভস ইনকরপোরেটেড) গ্লোবাল, এলএলসি (লিমিটেড অ্যাবিলিটি কোম্পানী) এর সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। ডিএআই (ডেভেলপমেন্ট অলটারনেটিভস ইনকরপোরেটেড) গ্লোবাল, এলএলসি (লিমিটেড অ্যাবিলিটি কোম্পানী)’র কাজ হচ্ছে নীতি নির্ধারণের মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটানো, বিশেষ করে নারী নেতৃত্বের। এই সমঝোতা চুক্তি প্রাথমিকভাবে জুন ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। অতি শীঘ্রই তাঁরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীকে প্রশিক্ষন দিয়ে নেতৃত্বের উন্নয়ন ঘটাবেন এবং পরীক্ষা নিরীক্ষা করে যোগ্য নেতৃত্ব বাচাই করবেন। এই বাচাইকৃত শিক্ষার্থীদেরকে ডিএআই গ্লোবাল, এলএলসি'তে কাজ করার সুয়োগ দেবেন। এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন শেকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ, উপ-উপাচার্য় অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন এবং ডিএআই গ্লোবাল, এলএলসি এর কান্ট্রি লিড জনাব ফাহিম খান ও জ্ঞান ব্যবস্থাপনা কৌশলগত শিক্ষা এবং যোগাযোগ এর পরিচালক, সায়েকা কবির। এসময় আরও উপস্থিত ছিলেন ডিএআই গ্লোবাল, এলএলসি এর মার্ক টি ম্যাক কর্ড, খালেদা খানম, তাহসিন রহমান এবং অত্র বিশ্ববিদ্যালের ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, ছাত্র পরামর্শ নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক ও বিভিন্ন বিভাগের পরিচালকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
স্বাক্ষরিত/-
(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগকর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল-০১৫৫৭-২৭৭১৭
© 2025 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.