স্মারক নং: শেকৃবি/জনঃ/২৫/০১৩ তারিখ: ১৮-০১-২০২৫ ইং
প্রেস রিলিজ
প্রবাসীরা সোনার হরিণ
প্রবাসী আয় বৃদ্ধির লক্ষ্যে ভাষা ও কর্মে দক্ষকর্মী প্রেরণ করতে হবে
আজ ১৮ জানুয়ারি শনিবার ২০২৫ প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয় শীর্ষক সেমিনার ও আন্তর্জাতিক অভিবাসী দিবস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান ও রানারআপ দলের সবংর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি সেন্টার ফর পলিসি ডায়লগ (সিডিপি) এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, প্রবাসীরা সোনার হরিণ। প্রবাসী আয় বৃদ্ধির লক্ষ্যে আমাদেরকে ভাষা ও কর্মে দক্ষকর্মী প্রেরণ নিশ্চিত করতে হবে। অন্যান্য দেশেরে তুলনায় আমরা অদক্ষ ও কম দক্ষ কর্মী পাঠিয়ে থাকি। এতেই আমরা ২০২৪ সালে রেমিট্যান্স পেয়েছি ২৭ বিলিয়ন ডলার। তাই বেশি করে দক্ষকর্মী বিদেশে প্রেরণের ওপর গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানটি সকাল ১০:৩০টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অভিবাসন বিশ্লেষক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেকৃবি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম ও অধ্যাপক ড. কাজী আহসান হাবীব ও বেগম বদরুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তামান্না বেগম। অনুষ্ঠানটি আয়োজন করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
মুল প্রবন্ধে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, দেশের চারিদিকে বর্তমানে যে চাকচিক্য দেখা যাচ্ছে তা অভিবাসীদের রেমিট্যান্সের কারণেই সম্ভব হচ্ছে। তাদের প্রেরিত অর্থ বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে বিশেষভাবে কাজ করছে। এ সকল রেমিট্যান্স যোদ্ধারাই দেশের রিয়েল হিরো। অভিবাসী শ্রমিকদের প্রবল দেশাত্মবোধ রয়েছে। তারা বিগত ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে রেমিট্যান্স প্রেরণ বন্ধ করে ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করেছিল। জনাব কিরণ আরো বলেন, বর্তমান সরকার কর্তৃক বিমানবন্দরে প্রবাসীদের জন্য লাউঞ্জ, সাবসিডাইজ মূল্যে খাবার গ্রহণের সুবিধা, রেমিট্যান্সের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া, অভিবাসী কর্মীদের এমআরপি পাসপোর্ট প্রদান শুরু করা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের জন্য হাসপাতাল চালু, অভিবাসন ব্যয় নিয়ন্ত্রিত রাখার উদ্যোগ নেওয়াসহ অভিবাসী কর্মীবান্ধব বিভিন্ন কর্মপরিকল্পনা অভিবাসী কর্মীদের সম্মানিত করেছে। অভিবাসীদের সম্মানিত করলে, তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করলে, সামাজিকভাতে তাদের স্বীকৃতি প্রদান করলে দেশের প্রতি তাদের ওনারশীপ আরো বাড়বে। ফলে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে তারা আরো বেশি উদ্বুদ্ধ হবে। সেমিনার শেষে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও রানারআপ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিতার্কিকদের নগদ অর্থ পুরস্কারসহ ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
স্বাক্ষরিত/-
(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল-০১৫৫৭-২৭৭১৭১
© 2025 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.