স্মারক নং: শেকৃবি/জনঃ/২৪/০৮৪ তারিখ: ২৬-১০-২০২৪ ইং
প্রেস বিজ্ঞপ্তি
শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের ১৫১ তম জন্ম দিনে
শেকৃবি’র শ্রদ্ধাঞ্জলী
গতকাল (২৬/১০/২০২৪ ইং, শনিবার) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ এর নেতৃর্ত্ত্বে কৃষক শ্রমিক পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও বাঙালী জাতীর শৃঙ্খল মুক্তির দিসারী,অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, জাতীয় নেতা শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের ১৫১ তম জন্ম দিনে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। সকাল ১০:০০ টায় বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের মোরালে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বাস যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্ত্বরে এ. কে. ফজলুল হকের মাজারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়াতে জাতীয় নেতার আত্মার রুহের মাগফেরাত কমনা করা হয়। এখানে উল্লেখ্য যে, ততকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক ১৯৩৮ সালের ১১ ডিসেম্বর ইস্ট বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। যা ২০০১ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, ট্টেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মো আরফান আলী, গবেষণা পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোঃ রাশেদুল ইসলাম, বেগম রোকেয়া হলের প্রভোষ্ট প্রফেসর ড. মোছাঃ নূর মহল আক্তার বানু, শেরেবাংলা হলের প্রভোষ্ট অধ্যাপক মো আব্দুল লতিফসহ কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন অনুসদের ছাত্রছাত্রীবৃন্দ।
(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল-০১৫৫৭-২৭৭১৭১
© 2025 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.