শেকৃবি’র ক্যালেন্ডারে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০২৫ সালের ওয়াল ক্যালেন্ডার ৭ জানুয়ারি মঙ্গলবার প্রকাশ করা হয়। ক্যালেন্ডারটি ডিজাইন করা হয় ২০২৪ সালে সংঘটিত রক্তাক্ত ‘জুলাই অভ্যুত্থান’ উপলক্ষে শেকৃবি’র বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের হাতে আঁকা গ্রাফিতির সমন্বয়ে।
ক্যালেন্ডারটিতে দেখা যায়, মোট পাঁচটি গ্রাফিতির ছবি কোলাজ করে ক্যালেন্ডারের উপরের অংশে স্থান দেওয়া হয়েছে। মাঝখানে বৃত্তে ঘেরা লাল-সবুজের উপর কালো কালিতে আঁকা হয়েছে ‘রক্ত দিয়ে পেয়েছি বাংলাদেশ’। ডানপাশে উপরের অংশে কালো ব্যাকগ্রাউন্ডের উপর লাল ও হলুদ কালিতে আঁকা হয়েছে ‘গণজোয়ার ২০২৪’। ঠিক এর নিচের ছবিতেই দেখা যায়, হলুদ ব্যাকগ্রাউন্ডের উপর সবুজ ও লাল কালিতে আঁকা হয়েছে ‘স্বাধীনতা ৩৬ জুলাই ২৪’।
বামপাশে নিচের ছবিতে দেখা যায়, হলুদ ব্যাকগ্রাউন্ডের উপর লাল কালিতে আঁকা হয়েছে মুষ্টিবদ্ধ হাতে চারটি কালো শিকল। হাতটির বামপাশে কালো ও লাল কালিতে আঁকা হয়েছে ‘কারার ঐ লৌহ কপাট’ এবং ডানপাশে আঁকা হয়েছে ‘ভেঙ্গে ফেল কররে লোপাট’। বামপাশে উপরের ছবিতে দেখা যায়, আকাশি রঙের র্যাকগ্রাউন্ডের উপরের অংশে আঁকা ‘গ্রাফিতিতে ফুটিয়ে তোলো তোমার বিপ্লব’। ঠিক এর নিচেই সবুজ ও লাল কালিতে আঁকা ‘বিপ্লবের রঙে শেকৃবি’।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ বলেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের সম্মানার্থে আমরা বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ওয়াল ক্যালেন্ডারে ’২৪ এর অভ্যুত্থান উপলক্ষে শিক্ষার্থীদের হাতে আঁকা বাছাইকৃত কিছু গ্রাফিতিকে স্থান দিয়েছি।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন বলেন, ’২৪ এর জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের ত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশ। তাদের ত্যাগের বিনিময়েই আমরা দীর্ঘদিনের নিপীড়ন থেকে মুক্তি পেয়েছি। তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা ক্যালেন্ডারটি এভাবে ডিজাইন করেছি।
কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার বলেন, ক্যালন্ডারে ’২৪ এর জুলাই অভ্যুত্থানকে স্থান দেয়ার মাধ্যমে আমরা এ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মৃতিকে সংরক্ষণ করে রাখার চেষ্টা করেছি।
স্বাক্ষরিত/-
(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা, জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল-০১৫৫৭-২৭৭১৭১
© 2025 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.