Mujib Logo

  • +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

For old website, please visit: http://archive.sau.edu.bd

News and Event Details

শেকৃবিতে "শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নতুন প্রশাসনঃ আগামীর ভাবনা ও কর্মপরিকল্পনা” শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

Post Date: 2020-11-29
image

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষনা, সম্প্রসারন ও উদ্যোক্তা ভিশন নিয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সমন্বয়ে সঠিক কাজটি করতে পারলে এই বিশ্ববিদ্যালয়কে সত্যিকারের "সেন্টার অব এক্সিলেন্স" করে তোলা সম্ভব বলে মত দিয়েছেন বক্তারা। শনিবার রাত ৮ টায় (২৮ নভেম্বর, ২০২০ইং) অনলাইনে আগামীর বাংলাদেশ আয়োজিত "শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নতুন প্রশাসনঃ আগামীর ভাবনা ও কর্মপরিকল্পনা” শীর্ষক ভার্চুয়াল সেশনের তারা এ মতামত জানান। ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নেন- সাবেক শিক্ষা সচিব এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম (এন আই) খান, ভাইস- চ‍্যান্সেলর অধ‍্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার গ্রুপের এমডি কে এস এম মোস্তাফিজুর রহমান। ভার্চুয়াল অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আবু জাফর আহমেদ মুকুল। শিক্ষার্থীদের চাকরি পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়া আহবান জানান সাবেক শিক্ষা সচিব এন আই খাঁন। তিনি বলেন,চাকরি করে বুঝতে পেরেছি, কোথায় কোথায় সমস্যা আছে; এজন্য এখন চাকরি না করে শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে বলছি। পাশাপাশি কৃষি বিশ্ববিদ্যালয়সমূহে কৃষির প্রয়োগিক জ্ঞান বাস্তবায়নের আহবান জানান। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেছেন, একাডেমিক এক্সিলেন্স অর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা, সম্প্রসারণ, উদ্ভাবনী কাজের মাধ্যমে আরও মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য সময়োপযোগী কোর্স কারিকুলাম প্রণয়ন করা ক্ষেত্রে তিনি গুরুত্ব দেন। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রতিবেশী দেশ ভারতে উদাহরন টেনে ধরে ভিসি । ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সকলে মিলে একটি পরিবার। এই পরিবারের সবার সুবিধা-অসুবিধা আমাদের বিবেচনায় নিতে হবে। বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষের জায়গায় নিতে হলে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার গ্রুপের এমডি কে এস এম মোস্তাফিজুর রহমান বলেন, কৃষি অনুষদের গ্রাজুয়েটদের ব্যবসায়, তথ্য এবং প্রযুক্তি জ্ঞান সম্বলিত কারিকুলাম অর্ন্তভুক্ত করা প্রয়োজন। তিনি বিশ্ববিদ্যালকে " সেন্টার অব এক্সিলেন্স " করার লিখিত প্লানিং, স্ট্রাটেজী বাস্তবায়নের উপর গুরুত্বরোপ করেন। বিশ্ববিদ্যালয়কে আরও ইন্ড্রাস্ট্রি লিংকেজ বাড়ানোর উদ্যোগে নেওয়ার জন্য প্রশাসনকে আহবান জানান মুস্তাফিজ। বশিরুল ইসলাম জনসংযোগ কর্মকর্তা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ০১৭১৬-৫৮১০৮৬