Mujib Logo

  • +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

For old website, please visit: http://archive.sau.edu.bd

News and Event Details

করোনায় আক্রান্ত শেকৃবি ভিসির রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

Post Date: 2020-12-07
image

প্রেস রিলিজ ০৭.১২.২০২০ করোনায় আক্রান্ত শেকৃবি ভিসির রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ‍্যান্সেলর অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া করোনা ভাইরাসে ( কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তাঁর আশু রোগমুক্তি কামনায় শিক্ষক সমিতির উদ্যোগে আজ সোমবার ( ৭ ডিসেম্বর ) বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া মোনাজাতে ভিসির দ্রুত রোগমুক্তি ও সুস্থতা এবং দেশ ও জাতির সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। এতে শিক্ষক সমিতির সভাপতি ও ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা , কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৭ নভেম্বর অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া ভাইস চ‍্যান্সেলরে দায়িত্ব নেওয়া পর থেকেই বিশ্ববিদ্যালয়ে সক্রিয়ভাবে কাজ শুরু করেন। বৃহস্পতিবার হঠাৎ করে করোনা উপসর্গ মনে করেন। ওইদিন করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হয় এবং রাতেই তার ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালের চিকিৎসা নিচ্ছেন। মো. বশিরুল ইসলাম উপ_পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা ( দায়িত্বপ্রাপ্ত) জনসংযোগ ও প্রকাশনা দফতর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়