• +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

News and Event Details

শেকৃবিতে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২১ পালিত

Post Date: 2021-11-24
image

প্রেস রিলিজ। শেকৃবিতে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২১ পালিত। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২১ পালিত হয়েছে। বিশ্ব খাদ্য সংস্থা (FAO), বাংলাদেশ এর সহযোগিতায় বাংলাদেশ এ এম আর রেসপন্স অ্যালায়েন্স (BARA) আয়োজিত অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহারে সচেতনতা বৃদ্ধির জন্য আজ ২৩ নভেম্বর (মঙ্গলবার) এএসভিএম অনুষদের সেমিনার কক্ষে এক কর্মশালার আয়োজন করা হয়েছে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভ‚ইয়া। সভাপতিত্ব করেন এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. লাম-ইয়া আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কে, বি, এম, সাইফুল ইসলাম, একটাড, এফএও, বাংলাদেশ এর টিম লিডার ড. এরিক ব্রাম, বিপিআইসিসি প্রতিনিধি প্রফেসর ড. ইলিয়াস হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাক্তন উপ-পরিচালক ড. বিধান চন্দ্র দাস। অনুষ্ঠানে ৩০ জন ইন্টার্ন ভেটেরিনারিয়ানসহ অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এন্টিবায়োটিকের সাথে সংশ্লিষ্ট সকলকে এর ব্যবহারে সচেতন হতে হবে। এন্টিবায়োটিক নির্বাচন, প্রয়োগ, ব্যাবহার এবং প্রত্যাহারকাল যথাযথ নিয়মনীতি মেনে পালন করতে হবে। পাশাপাশি প্রান্তিক খামারি, ওষুধ বিক্রেতাসহ সাধারণ ভোক্তাদেরও যথেচ্ছ এন্টিবায়োটিক ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হতে হবে। স্বাক্ষরিত- এ. এইচ. এম. মোস্তফা কামাল জনসংযোগ কর্মকর্তা, শেকৃবি মোবাইলঃ ০১৭৪৩-০৪৪১২৮