প্রেস রিলিজ। শেকৃবিতে গুচ্ছ পদ্ধতিতে GST ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৭ অক্টোবর'২০২১) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শেকৃবি'র কৃষি অনুষদের একাডেমিক ভবন, শেখ কামাল ভবন ও ড. এম. এ ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রে দেশের ৯টি সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ১১টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ৩দিনে ৩টি শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে আজ হয়েছে বিজ্ঞান শাখার পরীক্ষা। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান শাখার মোট ৫০০০ শিক্ষার্থীর মধ্যে ৪৮২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯৬.৫৮ শতাংশ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া ও মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কমিটির কো-অর্ডিনেটর ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মঞ্জুর রশিদ, ভর্তি পরীক্ষার শেকৃবি কেন্দ্রের ফোকাল পয়েন্ট প্রফেসর ড. অলোক কুমার পাল, শেকৃবি’র রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, শাবিপ্রবির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ডেপুটি রেজিস্ট্রার শাহীন আহমেদ চৌধুরী। ভর্তি পরীক্ষার বিষয়ে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। উপস্থিতির হার ছিলো সন্তোষজনক। তিনি ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উল্লেখ্য আগামী ২৪ অক্টোবর ও ১ নভেম্বর বাকি ২টি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ. এইচ. এম. মোস্তফা কামাল জনসংযোগ কর্মকর্তা, শেকৃবি মোবাইল: ০১৭৪৩-০৪৪১২৮
© 2025 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.