• +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

News and Event Details

শেকৃবি’র প্রথম ভাইস-চ্যান্সেলর ও বরেণ্য কৃষিবিদ মরহুম প্রফেসর মোঃ শাদাত উল্লা'র স্মরণে শোকসভা

Post Date: 2021-10-01
image

শেকৃবি’র প্রথম ভাইস-চ্যান্সেলর ও বরেণ্য কৃষিবিদ মরহুম প্রফেসর মোঃ শাদাত উল্লা'র স্মরণে শোকসভা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর ও বরেণ্য কৃষিবিদ মরহুম প্রফেসর মোঃ শাদাত উল্লা'র স্মরণে শেকৃবি প্রশাসনের উদ্যোগে আজ সকাল ১০:০০ ঘটিকায় এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শেকৃবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া এর সভাপতিত্বে উক্ত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। শেকৃবি’র প্রক্টর ড. মোঃ হারুন-উর-রশিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শেকৃবি’র মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ কৃষক লীগের সম্মানিত সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সিভাসুর সাবেক উপাচার্য প্রফেসর ড. নীতিশ চন্দ্র দেবনাথ, শেকৃবির সাবেক উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ, সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ সেকেন্দার আলী, সাবেক ট্রেজারার প্রফেসর ড. মোঃ আনোয়ারুল হক বেগ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন, শেকৃবি ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক এস.এম. মাসুদুর রহমান মিঠু এবং সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডীন প্রফেসর ড. অলোক কুমার পাল সহ বিভিন্ন অনুষদের ডীন, পরিচালক, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের নেতৃবৃন্দ, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। এ সময় মরহুম শাদাত উল্লা স্যারের সহধর্মিনী ও একমাত্র ছেলে ওয়াসেল বিন শাদাত উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, “মরহুম প্রফেসর মোঃ শাদাত উল্লা স্যার সবাইকে এক সাথে নিয়ে কাজ করতে পছন্দ করতেন। শাদাত উল্লা স্যার রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু তিনি একজন সাংগঠনিক ব্যক্তিত্ব ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক ছিলেন। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকলের আস্থার জায়গা। তিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি”। সভাপতির বক্তব্যে শেকৃবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, “মরহুম শাদাত উল্লা স্যার ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অগ্রনায়ক। তাঁরই নেতৃত্বে ২০০১ সালের ১৫ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আমরা মরহুম শাদাত উল্লা স্যারের স্বপ্নের বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে সকলকে নিয়ে এক সাথে কাজ করতে চাই”। উল্লেখ্য যে, প্রফেসর মোঃ শাদাত উল্লা ০৩ আগস্ট ২০২১ সালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি ১৫ জুলাই ২০০১ থেকে ০৯ সেপ্টেম্বর ২০০১ এবং ২৬ জুলাই ২০১২ থেকে ২৫ জুলাই ২০১৬ পর্যন্ত দুই মেয়াদে অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন। এ. এইচ. এম. মোস্তফা কামাল জনসংযোগ কর্মকর্তা, শেকৃবি