শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে গতকাল ২৬ জুন ২০২১ তারিখ শনিবার বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC) আয়োজিত দিনব্যাপী "Intellectual Property Right" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। IQAC এর সহযোগী পরিচালক প্রফেসর ড. মীর্জা হাসানুজ্জামান এর সঞ্চালনায় উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন IQAC এর পরিচালক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান খান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেকৃবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া।
© 2024 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.