শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে রবিবার (২৮ ফেব্রুয়ারি ২০২১) সকাল ১০.০০টায় বাংলাদেশে ব্যয়বহুল, নিবিড় ও টেকসই পুনঃনির্মাণ জলজ ব্যবস্থা (আরএএস) এর বিকাশ (Development of cost-effective, intensified and sustainable Recirculating Aquaculture System (RAS) in Bangladesh) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শেরেবাংলা কৃষি বিশ্বিবদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) এর পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্বিবদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. জিবন কৃষ্ণ বিশ্বাস, কৃষি গবেষণা ফাউন্ডেশনের গবেষক, বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের গবেষক, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের গবেষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মিডিয়া প্রতিনিধিবৃন্দ। কর্মশালার সার্বিক দায়িত্বে ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. কাজী আহসান হাবীব। কর্মশালায় প্রকল্পের গুরুত্ব ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্পের প্রধান পরিচালক ও একোয়াকালচার বিভাগের চেয়ারম্যান ড. এ, এম, সাহাবউদ্দিন। আরো বক্তব্য রাখেন সহকারী প্রকল্প পরিচালক ড. মো. আরশাদুল হক। কর্মশালায় রিসার্কুলেটিং একোয়াকালচার সিস্টেমে কিভাবে কম ঘনত্বে স্বাভাবিক উৎপাদনের চেয়ে কয়েকগুণ বেশি মাছের উৎপাদন করা যায় সেই প্রযুক্তি সম্পর্কে আলোকপাত করা হয়। পাশাপাশি উৎপাদন ব্যয় কমিয়ে কিভাবে উদ্যোক্তাদের বেশি বেশি আগ্রহী করা যায় সে ব্যাপারে উপস্থাপক ও উপস্থিত গবেষকবৃন্দ নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। (এ. এইচ. এম. মোস্তফা কামাল) জনসংযোগ কর্মকর্তা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। মোবাইল-০১৭৪৩-০৪৪১২৮
© 2025 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.