স্মারক নং: শেকৃবি/জনঃ/২৫/০৮২ তারিখ: ৩০-০৫-২০২৫ ইং
প্রেস রিলিজ
শেকৃবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত
৩০-০৫-২০২৫ তারিখ (শুক্রবার) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের জনপ্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়। সকাল ৯:৩০ টায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে জিয়া উদ্যানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ১০:১৫ মিনিটে রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন ট্টেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, অর্থ ও হিসাব শাখার পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম রুহুল আমিন,পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, সাউরেস এর পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান, আইসিটি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ জামিলুর রহমান, ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স এর ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবিব, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, সাদা দলের সেক্রেটারী অধ্যাপক ড. মোছাঃ নূর মহল আখতার বানু, প্রক্টর অধ্যাপক ড. মো আরফান আলী, বিভিন্ন হলের প্রভোষ্টসহ সকল অনুষদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বাদ আসর শেকৃবি’র সাদা দলের উদ্যোগে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো এর আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং বেগম জিয়ার সুস্থ্যতার জন্য দোয়া করা হয়।
স্বাক্ষরিত/-
(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১
© 2025 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.