• +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

News and Event Details

কৃষি গবেষণা প্রযুক্তিই আমাদের দেশে সবচেয়ে বেশি কাজে লেগেছে শেকৃবি’র বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপ ২০২৪ এ ওয়াহিদউদ্দিন মাহমুদ

Post Date: 2025-05-25
image

স্মারক নং: শেকৃবি/জনঃ/২৫/০৭৬                                                                                                       তারিখ: ২৫-০৫-২০২৫ ইং

কৃষি গবেষণা প্রযুক্তিই আমাদের দেশে সবচেয়ে বেশি কাজে লেগেছে
শেকৃবি’র বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপ ২০২৪ এ ওয়াহিদউদ্দিন মাহমুদ

২৫-০৫-২০২৫ তারিখ সকাল ১০:৩০ টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) কর্তৃক আযোজিত বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপ ২০২৪ অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন কৃষি গবেষণা প্রযুক্তি আমাদের দেশে সবচেয় বেশি কাজে লেগেছে। যার ফলে আমরা বিভিন্ন ধরনের ফল ও খাদ্য চাহিদা অনেক অংশেই মেটাতে সম্ভব হয়েছি। তিনি আরও বলেন বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা আমাদের গবেষকদের গবেষণা কাজকে ব্যহত করে। তা না হলে দেশ গবেষণায় আরোও এগিয়ে যেত। এই প্রতিকুলতার পরেও নিরবে নিভৃতে কাজ করে যাচ্ছে আমাদের কৃষি বিজ্ঞানীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলার কনফারেন্স কক্ষে দুই দিন ব্যাপি কর্মশালার তিনি শুভ উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। 

 সাউরেস এর পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, ট্টেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। 
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাকির হোসেন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক এ এম এম শামসুজ্জামান, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড. মোঃ জাহাঙ্গীর আলম, ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবিব, ডিন পোষ্ট গ্রাজুয়েট স্টাডিজ অধ্যাপক ড. এম. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, অর্থ ও হিসাব শাখার পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম রুহুল আমিন, আইসিটি সেল এর পরিচালক অধ্যাপক ড. মোঃ জামিলুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. মো আরফান আলীসহ সকল বিভাগের শিক্ষকবৃন্দ। 

স্বাক্ষরিত/-

(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১