স্মারক নং: শেকৃবি/জনঃ/২৫/০৭৫ তারিখ: ২৪-০৫-২০২৫ ইং
প্রেস রিলিজ
শেকৃবি’র সাথে
প্লানটেন এগ্রো লিঃ এর সমঝোতা চুক্তি স্বাক্ষর
অদ্য (২৪/০৫/২০২৫, শনিবার) সকাল সাড়ে দশটায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে প্লানটেন এগ্রো লিঃ এর এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। প্লানটেন এগ্রো লিঃ ডাচ কৃষি-প্রযুক্তি সংস্থার অঙ্গ প্রতিষ্ঠান। এরা স্যাটেলাইট-ভিত্তিক খামার পর্যবেক্ষণ করে থাকে। এই প্রযুক্তিটি Wageningen University উদ্ভাবন করেছে। মোবাইল অ্যাপস এর মাধ্যমে আবাদী জমির আর্দ্রতার মাত্রা, জৈববস্তু সনাক্তকরণ, ক্লোরোফিলের মাত্রা পর্যবেক্ষণ করা যাবে এবং স্যাটেলাইট ডেটা সংগ্রহ করা যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ । তিনি তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের শিক্ষার্থীদেরকে এর প্রশিক্ষণ দিতে হবে। এটা করতে প্লানটেন এগ্রো লিঃ অগ্রনী ভুমিকা পালন করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন। সম্মানিত অতিথি হিসেব উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী। প্লানটেন এগ্রো লিঃ এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর গোলাম ফারুক, জেনারেলম্যানেজার দেবাশীষ ভট্টাচার্য্য, চিফ ইনোভেশন অফিসার নাসির আহমেদ, হেড অফ ফাইন্যান্স আবাব সালেহীন এবং হেড অফ মার্কেট ডেভেলপমেন্ট মোঃ জসিম উদ্দীন । অনুষ্ঠানের কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন ।
(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১
© 2025 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.