স্মারক নং: শেকৃবি/জনঃ/২৫/০৭৩ তারিখ: ২১-০৫-২০২৫ ইং
প্রেস রিলিজ
শেকৃবি’তে দুই দিন ব্যাপি কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ
আজ বিকাল ৩:০০টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলার কনফারেন্স কক্ষে IQAC এর উদ্যোগে দুই দিন ব্যাপি "Rules, Regulations and Office Management for Quality Assurance at SAU" শীর্ষক কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি তাঁর বক্তব্যে বলেন অদুর ভবিষ্যতে সকলের জন্য ট্রেনিং বাধ্যতামুলক করা হবে। পদোন্নতির ক্ষেত্রে যারা প্রশিক্ষণ প্রাপ্ত থাকবে তাঁদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরোও বলেন, আপনারা আপনাদের প্রশিক্ষণ লদ্ধ জ্ঞানকে নিজ নিজ বিভাগ, দপ্তর ও শাখায় কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়কে আরো সামনে এগিয়ে নিয়ে যাবেন এই আমার প্রত্যাশা। এখানে উল্লেখ্য যে, ২০ ও ২১ মে ২০২৫ দুই দিনের এই কর্মশালায় ৮০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে সকলে মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আইকিউএসি এর এসোসিয়েট ডিরেক্টর অধ্যাপক ড. মোঃ মাহাবুবুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয় সাবেক অতিরিক্ত সচিব জনাব মোঃ আলাউদ্দিন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী।
(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১
© 2025 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.