স্মারক নং: শেকৃবি/জনঃ/২৫/০৭০ তারিখ: ১৬-০৫-২০২৫ ইং
প্রেস রিলিজ
শেকৃবি আন্তঃ সেমিস্টার ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫ এর
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
আজ ১৬ মে ২০২৫ (শুক্রবার) ২:৩০ ঘটিকায় শেরোবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃসেমিস্টার ক্রিকেট টুর্নামেন্টে ২০২৪-২০২৫ এর ফাইনাল খেলার আয়োজন করা হয়। ৯ দিন ব্যাপি ১৩ টি ম্যাচের মধ্যে দিয়ে লেভেল-৩ সেমিস্টার-১ এবং লেভেল-২ সেমিস্টার-২ আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। লেভেল-২ সেমিস্টার-২ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা ১৯৭ রান করে। অপরদিকে লেভেল-৩ সেমিস্টার-১, শেষ ওভারে ৩য় ও ৪র্থ বলে পর পর ২টি ছক্কা মেরে দুই বল বাকি থাকতে ১৯৯ রান করে ৪ উইকেটে বিজয়ী হন। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন লেভেল-৩ সেমিস্টার-১ এর ছাত্র দেওয়ান ফজলুল হক আহাদ এবং ম্যান অফ দ্যা ম্যাচ হন একই লেভেলের মোঃ রিয়াদ মিয়া।
এর পর শুরু হয় পুরস্কার বিতরণের পালা। অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী।
শরীরিক শিক্ষা বিভাগের এডিশনাল ডিরেক্টর মোঃ সালাউদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএসসি’র পরিচালক অধ্যাপক মোঃ আক্তার হোসেন, বিজয়’২৪ হলের প্রভোষ্ট অধ্যাপক ড. মোঃ জাহিদুর রহমানসহ চার অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শরীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক মোঃ নুর উদ্দীন মিয়া।
স্বাক্ষরিত/-
(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১
© 2025 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.