স্মারক নং: শেকৃবি/জন:/২৫/০৫৪ তারিখ: ১৪/০৪/২০২৫ ইং
প্রেস রিলিজ
বর্ণাঢ্য আয়োজনে শেকৃবিতে উদ্যাপিত হলো পহেলা বৈশাখ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আজ ১৪ এপ্রিল সোমবার বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২। দিনটি উপলক্ষে একদিন আগে থেকেই শুরু হয় আল্পনা অঙ্কন, স্টল সাজানো, বাহারি খাবার রান্না ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাতানোর প্রস্তুতি। সোমবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনের সম্মুখে বেলুন ও পায়রা উড়িয়ে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ।
এ সময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোহা: আশাবুল হক, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সাধারন শিক্ষার্থীবৃন্দ। উদ্বোধন শেষে উপস্থিত সকলে মিলে কৃষি অনুষদ ভবন থেকে এক র্যালী বের করে। এরপর শুরু হয় আলোচনা অনুষ্ঠান। এতে বক্তব্য রাখেন শেকৃবি উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস’র পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন এবং এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাকির হোসেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ বলেন, যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদ্যাপন করতে পারছি জুলাই অভ্যুত্থানের সেসব বীর শহীদ ও আহতদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। যদি আমরা হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাই তাহলে আশা করি গণতান্ত্রিক ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পারব। আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে গণতান্ত্রিক অধিকার, জনগনের অধিকার। তবেই জুলাইয়ে যারা রক্ত দিয়েছে তাদের ঋণ শোধ করতে পারব।
আলোচনা অনুষ্ঠান শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নাচ, গান, কবিতা আবৃত্তি, নাটিকা পরিবেশন করেন শিক্ষার্থীরা। এছাড়াও শিক্ষার্থীদের বিশটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের স্টল নিয়ে আয়োজন করা হয় ‘বৈশাখী মেলা’। সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বেলা ১২টায় মেলার স্টল পরিদর্শন করেন উপাচার্য, কোষাধ্যক্ষসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। এ সময় তাঁরা বাহারী পিঠা, পায়েস, ফিরনি, বাতাসা, পান্তা, ইলিশ ও নানা পদের ভর্তা উপভোগ করেন।
অনুষ্ঠান শেষে সেরা স্টল নির্বাচন করে পুরস্কৃত করা হয়। গান ও নৃত্য চর্চাকারী শিক্ষার্থীদের সংগঠন ‘সপ্তক’কে সেরা স্টলের পুরষ্কার প্রদান করা হয়।
স্বাক্ষরিত/-
(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
শেকৃবি, ঢাকা।
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১
© 2025 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.