• +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

News and Event Details

"কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা " - ঢাকাস্থ তিন কেন্দ্রে উপস্থিত ৮৫.১২ শতাংশ পরীক্ষার্থী

Post Date: 2025-04-12
image

স্মারক নং: শেকৃবি/জনঃ/২৫/০৫৩                                                                                          তারিখ: ১২-০৪-২০২৫ইং

প্রেস রিলিজ

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা

ঢাকাস্থ তিন কেন্দ্রে উপস্থিত ৮৫.১২ শতাংশ পরীক্ষার্থী

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আজ ১২ এপ্রিল শনিবার সারা দেশে একযোগে ৯টি কেন্দ্র ও ১৩টি উপকেন্দ্রে অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ ১টি কেন্দ্র ও ২টি উপকেন্দ্রে ৮৫ দশমিক এক দুই শতাংশ পরীক্ষার্থী উপস্থিত হয়। সবগুলো কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষা শেষে সাংবাদিকদের উদ্দেশে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। 

উপাচার্য বলেন, শেকৃবি কেন্দ্রে মোট ৭৩২৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত হয়েছিল ৬৪১৬ জন। ঢাকা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ২৭৩২৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২৩১২০ জন। এছাড়া ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ উপকেন্দ্রে ৩১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২৬০৪জন। একটি কেন্দ্র ও দুইটি উপকেন্দ্রে মোট ৩৭৭৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২১৪০ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। অর্থাৎ ৮৫ দশমিক এক দুই শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিল।  কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলে জানান শেকৃবি উপাচার্য।  

   স্বাক্ষরিত/- 
(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা 
মোবাইল-০১৫৫৭-২৭৭১৭১