স্মারক নং: শেকৃবি/জনঃ/২৫/০৩১ তারিখ: ০৫-০২-২০২৫ ইং
প্রেস রিলিজ
কৃষি উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ দিচ্ছে শেকৃবি
কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের ধারাবাহিক প্রশিক্ষণ দিচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। এ লক্ষ্যে আজ ৫ ফেব্রুয়ারি বুধবার মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ৪০ জন নারী ও পুরুষ কৃষককে প্রশিক্ষণ দেয় বিশ্ববিদ্যালয়টির ‘বহিরাঙ্গন কার্যক্রম’ বিভাগ।
প্রশিক্ষণ কর্মশালায় ‘বহিরাঙ্গন কার্যক্রম’ বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম কৃষি উদ্যেক্তা তৈরির নানা দিক নিয়ে আলোকপাত করেন। এ সময় উক্ত বিভাগের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর মাটির স্বাস্থ্য রক্ষা ও কীটনাশক বিহীন সমন্বিত চাষাবাদ নিয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণ প্রদানের পূর্বে ‘বহিরাঙ্গন কার্যক্রম’ বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলমের সভাপতিত্বে ও মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুল বাশার চৌধুরীর সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ কৃষকদের উদ্দেশে বলেন, আপনারা সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে দেশের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ করছেন। ফসল উৎপাদনের পাশাপাশি আপনাদেরকে কৃষি উদ্যোক্তা হয়ে উঠতে হবে। তবেই কৃষির সর্বোচ্চ সুফল আপনারা গ্রহণ করতে পারবেন।
স্বাক্ষরিত/-
(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১
© 2025 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.