শেকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
দিনভর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ ১৬ ডিসেম্বর ২০২৪ (সোমবার) সকাল ৬টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন একাডেমিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন শেকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল লতিফ ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: বেলাল হোসেন। এরপর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
পরবর্তীতে উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন শেকৃবি'র উপ-উপাচায অধ্যাপক ড. মো: বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক অধ্যাপক ড. মো: ছরোয়ার হোসেন, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো: জামিলুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহা: আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো: আরফান আলী, সহকারী প্রক্টর অধ্যাপক মো: আখতার হোসেন, কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুব ইসলাম, শেরেবাংলা হলের প্রভোস্ট অধ্যাপক মো: আব্দুল লতিফ, রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৯টা ৩০ মিনিটে ছাত্র-শিক্ষক কেন্দ্রে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৩টি ক্যাটাগরিতে শেকৃবিতে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ছেলে-মেয়েরা অংশগ্রহণ করে। এরপর বেলা ১১টায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল ভলিবল, পিলোপাসিং, ভারসাম্য দৌড়, মোরগ লড়াই ও দৌড় প্রতিযোগিতা।
দিবসটি উপলক্ষে রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে উন্নতমানের খাবার এর আয়োজন করা হয়েছে।
স্বাক্ষরিত/-
(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল-০১৫৫৭-২৭৭১৭১
© 2025 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.