• +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

News and Event Details

শেকৃবি’তে ২য় পলাশী বিতর্ক যুদ্ধ’ ২৪ এর চ্যাম্পিয়ন  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়

Post Date: 2024-12-06
image

শেকৃবি’তে ২য় পলাশী বিতর্ক যুদ্ধ’ ২৪ এর চ্যাম্পিয়ন 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়

আজ ০৬ ডিসেম্বর শুক্রবার সন্ধা ৭:০০ টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজ-উদ-দৌলা হল ডিবেটিং ক্লাবের আয়োজনে ২য় পলাশী বিতর্ক যুদ্ধ’ ২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপি এই বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালে ওঠেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়। চূড়ান্ত পর্বে তাঁদের বিতর্কের বিষয় ছিল “এই সংসদ মনে করে, ২৪ এর গণঅভ্যুত্থানের সফলতার জন্য নেতৃত্বের পরিবর্তনের চেয়ে প্রাতিষ্ঠানিক সংস্কার অধিক প্রয়োজন” । এতে সরকারী দলে জাবি এবং বিএসএমআরএমইউ বিরোধী দলের ভূমিকা পালন করেন । উভয় দল অত্যন্ত সাবলিল ভাষায় তাঁদের যুক্তি তর্ক উপস্থাপন করেন। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। 

নবাব সিরাজ উদ দ্দৌলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ ফিরোজ মাহমুদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ,  ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, শেরেবাংলা হলের প্রভোস্ট অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, শেকৃবি ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম চৌধুরী তুহিন, ডিবেটিং ক্লাবের সভাপতি কায়ুম কাফি ও সাধারণ সম্পাদক তৌহিদ আহম্মেদ আশিক। অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন নবাব সিরাজ-উদ-দৌলা হল ডিবেটিং ক্লাবের আহবায়ক সাহেদ মাহমুদ। 


স্বাক্ষরিত/-
 
 (মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল-০১৫৫৭-২৭৭১৭১