• +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

News and Event Details

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স কক্ষে নতুন বইয়ের মোড়ক উন্মোচন

Post Date: 2024-12-05
image

প্রেস রিলিজ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স কক্ষে নতুন বইয়ের মোড়ক উন্মোচন

অদ্য ০৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে An Overview of Basic Agriculture শীর্ষক নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটি এই বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক স্বপ্নবাজ তরুনদের ১৮ মাস অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তৈরি হয়েছে। এতে ১৮ টি ডিসিপ্লিনের কৃষি শিক্ষাকে নতুন আঙ্গিকে, ছক, টার্মিনোলজি আর সামারি  Based করা হয়েছে। বইটি জুলাই বিপ্লবের সকল বীরদের প্রতি উৎস্বর্গ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি'র উপাচার্য় অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র কৃষি অনুষদের সাবেক  অধ্যাপক মোঃ ফজলুল করীম পিএইচডি, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, পোষ্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন অধ্যাপক ড. মোঃ সালাউদ্দিন মাহমুদ চৌধুরী, ইনস্টিটিউট অফ সীড টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. নাজনীন সুলতানা, কেন্দ্রীয় ল্যাবের পরিচালক  অধ্যাপক ড. নাহিদ জেবা,  আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ জামিলুর রহমান, ছাত্র পরামর্শ নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, নবাব সিরাজ উদ দ্দৌলা হলের প্রভোষ্ট অধ্যাপক ড. মোঃ ফিরোজ মাহমুদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। 

স্বাক্ষরিত/-
 
 (মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল-০১৫৫৭-২৭৭১৭১