তারিখ: ৩০/১১/২০২৪
প্রেস রিলিজ
শেকৃবি’র পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর সাথে
চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর সাথে কলেজ অফ প্লান্ট প্রটেকশন, কৃষি বিশ্ববিদ্যালয় চায়না এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ৩০ নভেম্বর শনিবার সকাল সাড়ে দশটায় শেকৃরি উপাচার্য কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেকৃবি’র পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন অধ্যাপক ড. মোঃ সালাউদ্দিন মাহমুদ চৌধুরী ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ । শুরুতে তিনি কলেজ অফ প্লান্ট প্রটেকশন, কৃষি বিশ্ববিদ্যালয় চায়নার চার জন শিক্ষককে ফুলের শুভেচ্ছা জানান এবং আন্তরিক অভিনন্দন খঁচিত ক্রেস্ট প্রদান করেন। চায়নার কলেজ অফ প্লান্ট প্রটেকশন এর ডিন অধ্যাপক ড. জুন লিউ তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন এই সমঝোতা চুক্তির মাধ্যমে উভয় দেশ যৌথ গবেষণা কার্যক্রম, উচ্চতর প্রশিক্ষণ, মানব সম্পদ উন্নয়নে শিক্ষক ও ছাত্র বিনিময় কার্যক্রম এবং গবেষণা সুবিধা বিনিময় ও সম্প্রসারণের দ্বার উম্মোচিত হলো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন। সম্মানিত অথিথি হিসেব উপস্থিত ছিলেন শেকৃবি’র অর্থ ও হিসাব বিভাগের পরিচালক অধ্যাপক ড. এ কে এম রুহুল আমিন, আইকিউএসির পরিচালক ড. মোঃ রজ্জব আলী, জৈষ্ঠ শিক্ষক অধ্যাপক মোঃ জাকির হোসেন, অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম, সাউরেস এর পরিচালক অধ্যাপক ড. এফ এম আমিনুজ্জামান, শেকৃবি গবেষণা সেন্টারের পরিচালক অধ্যাপক ড. নাহিদ জেবা, ইনস্টিটিউট অফ সীড টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. নাজনীন সুলতানা, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ জামিলুর রহমান, এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. মো: আরফান আলী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মুহ: রাশেদুল ইসলাম এবং কলেজ অফ প্লান্ট প্রটেকশন, কৃষি বিশ্ববিদ্যালয় চায়নার পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক ওয়েনসিয়েং যাও, অধ্যাপক ড. জিহং লি এবং সহযোগী অধ্যাপক ওয়েন লি।
স্বাক্ষরিত/-
(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল-০১৫৫৭-২৭৭১৭১
© 2025 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.