স্মারক নং: শেকৃবি/জনঃ/২৪/১০০ তারিখ: ২৫-১১-২০২৪ ইং
প্রেস রিলিজ
অনুষদের উন্নয়নে ১৫ দফা সুপারিশ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের শিক্ষকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অনুষদের উন্নয়নে ১৫ দফা সুপারিশ পেশ করেছেন। অনুষদটির ৬টি বিভাগ ও অন্যান্য অনুষদের সংশ্লিষ্ট কয়েকটি বিভাগের শিক্ষকবৃন্দ সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় সুপারিশগুলো তুলে ধরেন। ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফ ওয়ারেস নেওয়াজের সভাপতিত্বে মত বিনিময় সভাটি ২৫ নভেম্বর সমবার দুপুর ১২টায় অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সুপারিশগুলো হলো- অনুষদীয় ভবনের সামনে দৃষ্টিনন্দন নামফলক স্থাপন, পরিমার্জনকৃত কোর্স লে-আউট একাডেমিক কাউন্সিলের মাধ্যমে অনুমোদন ও বাস্তবায়ন, উচ্চশিক্ষার্থে ছুটিজনিত কারনে শূণ্য হওয়া পদে শিক্ষক নিয়োগ প্রদান, অনুষদের ‘একোয়াটিক এনিম্যাল হেলথ ম্যানেজমেন্ট’, মেরিন ফিশারিজ এন্ড ওশানোগ্রাফি এবং একোয়াটিক এনভায়রনমেন্ট এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট' বিভাগে মাস্টার্স কোর্স চালুকরণ, ক্লাসরুমে স্থাপিত প্রজেক্টর সমূহের নিয়মিত রক্ষণাবেক্ষন ও মেরামতের ব্যবস্থা করা, ফিল্ড ট্রিপের ব্যবস্থা করা, পোস্ট গ্রাজুয়েট ল্যাবরেটরির জন্য বিভিন্ন বিভাগের অনুকূলে স্থান বরাদ্দ এবং স্নাতক ও স্নাতকোত্তর ল্যাবরেটরি সমূহে চাহিদা অনুযায়ী যন্ত্রপাতি সরবরাহ, অনুষদীয় ভবনের ল্যাবরেটরি মেরামত এবং একইসাথে ভবনের বিভিন্ন স্থানে স্থাপিত সুপেয় পানির কলসমূহে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিতকরন, ডিন কার্যালয় সহ বিভিন্ন বিভাগে দক্ষ কম্পিউটার অপারেটর নিয়োগ বা পদায়ন করা, অনুষদ ভবনের বারান্দা ও দেয়ালের প্রয়োজনীয় সংস্কার, অনুষদীয় ভবনের প্রতি ফ্লোরে অগ্নি নির্বাপন যন্ত্র স্থাপন, অনুষদীয় ডিন কনফারেন্স রুমে সাউন্ড সিস্টেম স্থাপন, অনুষদে জরুরী ভিত্তিতে অন্তত ২ জন পরিচ্ছন্নতা কর্মী নিযুক্ত এবং অনুষদ ভবনের ১০ম তলায় অবস্থিত পরীক্ষার হলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুকরণ।
সভায় প্রধান অতিথি হিসেবে শেকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শেকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ বলেন, আমরা সেশনজট কমানোর লক্ষ্যে পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। এজন্য আপনাদেরকে অবশ্যই ২০ দিনের মধ্যে মার্ক জমা দিতে হবে। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে শ্রেণিকক্ষের সাউন্ড সিস্টেম সহ দাবিকৃত অন্যান্য যন্ত্রপাতি স্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীকে নির্দেশ দেন। মত বিনিময় সভার পূর্বে উপাচার্য ফিশ প্রসেসিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল ল্যাব উদ্বোধন করেন।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার বলেন, আগের প্রশাসনগুলোর সময়ে যথেষ্ট বাজেট ধরা ছিল। তাহলে কেনো প্রয়োজনীয় চাহিদা পূরণ করা গেল না তা খতিয়ে দেখতে হবে। যেসব আসবাবপত্র কেনা হয়েছিল সেসবের সুষ্ঠু বণ্টন কেন হলো না তাও খতিয়ে দেখতে হবে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন শিক্ষকবৃন্দের উদ্দেশে বলেন, আপনারা রিসার্চ, প্রজেক্ট, কনসাল্টেন্সি সবই করেন, কোন বাঁধা নেই। কিন্তু শিক্ষার্থীদেরকে বঞ্চিত করে নয়। ক্লাস যথাযথভাবে করে অন্যান্য কাজ করবেন। শিক্ষার্থীরাই আমাদের মেইন কনসার্ন। তিনি আরো বলেন, আমরা গ্লোবাল গ্র্যাজুয়েট তৈরি ও আন্তর্জাতিক র্যাংকিংয়ে স্থান করে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আপনারা গবেষণার তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপডেট করবেন। বিশ্ববিদ্যালয়ের মেইল ব্যবহার করবেন। আমরা গবেষকদের জন্য বার্ষিক রিওয়ার্ড চালু করব।
(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল-০১৫৫৭-২৭৭১৭১
© 2024 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.