• +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

News and Event Details

শেকৃবি’র সব হলের রিডিং রুমে একযোগে হাই-স্পিড ওয়াইফাই সংযোগ

Post Date: 2024-11-24
image

স্মারক নং: শেকৃবি/জনঃ/২৪/০৯৯                                                                                             তারিখ: ২৪-১১-২০২৪ ইং

প্রেস রিলিজ

শেকৃবি’র সব হলের রিডিং রুমে একযোগে হাই-স্পিড ওয়াইফাই সংযোগ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের ৭ টি আবাসিক হলের রিডিং রুমে একযোগে হাই-স্পিড ওয়াইফাই সংযোগ প্রদান করা হয়। ২৪ নভেম্বর (রবিরার) বিকেল সাড়ে তিনটায় নবাব সিরাজ উদ্ দ্দৌলা হলের রিডিং রুমে এ উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ হলটিতে ওয়াইফাই সংযোগ প্রদানের মাধ্যমে এর উদ্বোধন করেন। 

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ জামিলুর রহমানের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের অতিরিক্তি পরিচালক অধ্যাপক মো. মাহবুবুল আলম, পিএইচডি’র সঞ্চালনায় অনুষ্ঠানটি সূচনা করা হয়। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার উপস্থিত ছিলেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পচিালক প্রফেসর ড. মোঃ ছরোয়ার হোসেন, অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. এ কে এম রুহুল আমিন, সাউরেস এর পরিচালক অধ্যাপক ড. মোঃ আমিনুজ্জামান ও ৭টি হলের প্রভোস্টবৃন্দ।  

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার শিক্ষার্থীদেরকে ওয়াইফাইকে শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহার করার উপদেশ দেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজড করার লক্ষ্যে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার যেন এ বিশ্ববিদ্যালয়ের জন্য আশীর্বাদ বয়ে আনে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

শেকৃবি’র উপাচার্য বলেন, আমি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পরই শিক্ষার্থীদের কথা দিয়েছিলাম যে তাদের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার সহজলভ্য করব। সে প্রতিশ্রূতির অংশ হিসেবে এ হাই-স্পিড ওয়াইফাই সংযোগ প্রদান করা হলো। আগামীতে পর্যায়ক্রমে হলের প্রতিটি কক্ষ ও শ্রেণিকক্ষে ওয়াইফাই সংযোগ প্রদান করা হবে। 

 (মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল-০১৫৫৭-২৭৭১৭১