স্মারক নং: শেকৃবি/জনঃ/২৪/০৯৭ তারিখ: ২০-১১-২০২৪ ইং
প্রেস রিলিজ
শিক্ষার পরিবেশোন্নয়নে শেকৃবি প্রশাসনের কাছে শিক্ষকদের ১৩ দফা দাবি
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষকবৃন্দ বিশ্ববিদ্যালয়টির প্রশাসনের কাছে ঐ অনুষদের শিক্ষার পরিবেশোন্নয়নে ১৩ দফা দাবি পেশ করেছেন। অনুষদটির পাঁচটি বিভাগ ও অন্যান্য অনুষদের সংশ্লিষ্ট কয়েকটি বিভাগের শিক্ষকবৃন্দ সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় দাবিগুলো আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন। মত বিনিময় সভাটি ২০ নভেম্বর বুধবার সকাল ১০টায় ঐ অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক ড. অশোক কুমার ঘোষের সভাপতিত্বে এ সভায় দাবিগুলো পেশ করেন সিনিয়র অধ্যাপক মোঃ জাকির হোসেন। এ সময় শিক্ষকবৃন্দ স্বাস্থ্যসম্মত ক্যান্টিন চালু করা, শ্রেণিকক্ষে স্মার্টবোর্ড ও সিপিউ স্থাপন, গবেষণা বরাদ্দ বৃদ্ধি, গবেষণার নিমিত্তে বিদেশ গমন সহজীকরণ, বামহাতি শিক্ষার্থীদের জন্য পরীক্ষার হলে বিশেষ চেয়ার স্থাপন, কোর্স ক্রেডিট কমানো ও সিলেবাস আপডেট, দ্রুত ফল প্রকাশের ব্যবস্থা, শ্রেণিকক্ষের অকেজো মাল্টিমিডিয়া মেরামত ও প্রতিস্থাপন, শব্দ দূষণ রোধ, শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা চালু, কম্পিউটার ল্যাবের আধুনিকায়ন, রিডিং রুম, প্রেয়ার রুম ও কমন রুম চালু করা সহ বিভিন্ন দাবি উত্থাপন করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে শেকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার শিক্ষকবৃন্দকে আশ্বস্থ করে বলেন, বাজেটের সুষ্ঠু বন্টনের মাধ্যমে আপনাদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বা¯তবায়নের মাধ্যমে এ অনুষদের শিক্ষার পবিবেশের উন্নয়ন করা হবে। উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন তাঁর বক্তব্যে বলেন, আমরা মিডটার্ম চালু করার মাধ্যমে পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন এনেছি। আপনারা পরীক্ষার রুটিন যথাযথভাবে ফলো করবেন। পরীক্ষার খাতা মূল্যায়নের ডেডলাইন ফিক্স করা হবে। সেটাও ফলো করতে হবে। তাহলে আমাদের পক্ষে সেশনজট কমানো সম্ভব হবে। তিনি আরো বলেন, আমরা গ্লোবাল গ্র্যাজুয়েট তৈরি ও আন্তর্জাতিক র্যাংকিংয়ে স্থান করে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আপনারা (শিক্ষকবৃন্দ) আপনাদের গবেষণার তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপডেট করবেন।
প্রধান অতিথির বক্তব্যে শেকৃবি’র উপাচার্য বলেন, দেশের সবগুলো কৃষি বিশ্ববিদ্যালয়ে বিষয়ভেদে একই সিলেবাস প্রণয়ন করা দরকার। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাথে আমার কথা হয়েছে। এ বিষয়ে আপনারা আপনাদের সুচিন্তিত প্রস্তাব পেশ করবেন। আর আপনাদের দাবিগুলো বাজেট প্রাপিত্ম সাপেক্ষে পর্যায়ক্রমে বাস্তবায়ন করার চেষ্টা করব। এ সময় তিনি আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে শ্রেণিকক্ষের প্রত্যাশিত সংস্কার বাস্তবায়ন করার আশ্বাস প্রদান করেন।
(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল-০১৫৫৭-২৭৭১৭১
© 2025 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.