• +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

News and Event Details

World march for Peace and nonviolence এর প্রতিষ্ঠাতা শেকৃবি'র উপাচার্যের সাথে সৌজন্য স্বাক্ষাত

Post Date: 2024-10-20
image

স্মারক নং: শেকৃবি/জনঃ/২৪/০৭৭                                                                                                                   তারিখ: ২০-১০-২০২৪ ইং

প্রেস বিজ্ঞপ্তি

World march for Peace and nonviolence

এর প্রতিষ্ঠাতা শেকৃবি'র উপাচার্যের সাথে সৌজন্য স্বাক্ষাত

অদ্য ২০/১০/২০২৪ তারিখ রবিবার সন্ধ্যা ৭:০০ টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ স্যারের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন যুদ্ধ ও সংহতি ছাড়া বিশ্ব এর প্রতিষ্ঠাতা  রাফায়েল ডি লা রুবিয়া ও তাঁর প্রতিনিধি দল। এসময় রাফায়েল শেকৃবি উপাচার্যকে শান্তি এরং অহিংসতার জন্য তৃতীয় বিশ্ব মার্চ ব্যানার উপহার দেন। তাঁদের এ কার্যক্রম ০২ অক্টোম্বর ২০২৪ থেকে শুরু করে ০৫ জানুয়ারী ২০২৫ পর্যন্ত চলবে।  এই সংগঠনটির মূল উদ্দেশ্য তৃতীয় পারমানবিক বিশ্বযুদ্ধের  ঝুঁকি ও অস্ত্রের ব্যবহার বন্ধ করা  এবং মানবাধিকার ও বৈষম্যহীনতার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।  এ সময় উপি¯থÍত ছিলেন World Humanist Forum এর কো-অর্ডিনেটর এন্টোনিয়ো কার্ভালো এবং শেকৃবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম। ছাত্র উপদেষ্টা  অত্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেন। আলোচনা অন্তে উভয় পক্ষ World march for Peace and nonviolence বিষয়ে সমঝোতা স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন।


 


(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা 
মোবাইল-০১৫৫৭-২৭৭১৭১