স্মারক নং: শেকৃবি/জনঃ/২৪/০৬৭ তারিখ: ২৯-০৯-২০২৪ ইং
প্রেস বিজ্ঞপ্তি
শেকৃবিতে ১ম আন্তঃ হল মহিলা বিতর্ক প্রতিযোগীতা
গত ২৭/০৯/২০২৪ ইং তারিখ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা’ ২৪ হলে দিনব্যাপি প্রথম আন্তঃ হল মহিলা বিতর্ক প্রতিযেগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন অপরাজিতা’ ২৪ হল প্রভোষ্ট প্রফেসর ড. তাহমিনা আক্তার। উক্ত বিতর্কে বেগম রোকেয়া হল ডিবেটিং সোসাইটি, বেগম সৈয়দুন্নেছা হল ও অপরাজিতা’ ২৪ হলের ১০টি বিতার্কিক দল অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হন (Team Forbearing) টীম ফরবেয়ারিং এবং রানার্স আপ হয় টীম নির্ভীক। চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল “এই সংসদ মনে করে, ২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়বে”। শ্রেষ্ঠ বির্তাকিক নির্বাচিত হন মরিয়ম জামিলা। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মোঃ রাশেদুল ইসলাম, বেগম রোকেয়া হলের প্রভোষ্ঠ প্রফেসর ড. মোছাঃ নূর মহল আক্তার বানু, বেগম সৈয়দুন্নেছা হলের প্রভোষ্ট প্রফেসর ড. তাহমিনা মুস্তারিন, শেরেবাংলা হলের প্রভোষ্ট প্রফেসর মোঃ আব্দুল লতিফ, শেকৃবি’র ডিবেটিং সোসাইটির মডারেটর প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম চৌধুরী, ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি আবু তালহা সজিব, বর্তমান সভাপতি কায়ুম কাফি এবং সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ আমম্মেদ আশিক ও অন্যান্য অতিথিবৃন্দসহ তিন হলের ছাত্রীবৃন্দ।
মোঃ নজরুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল-০১৫৫৭-২৭৭১৭১
© 2024 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.