ঢাকা বিভাগীয় কমিশনারকে শেকৃবি ভিসির অভিনন্দন। ঢাকা বিভাগীয় কমিশনার হিসেবে সদ্য নিয়োগ পাওয়া কৃষিবিদ মো. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। ভিসি তাঁর অভিনন্দন বার্তায় বলেন, “একজন দক্ষ প্রশাসক হিসেবে কৃষিবিদ ড. মো. খলিলুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় দেশের উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল ও সমৃদ্ধি ঘটবে বলে আমার গভীর বিশ্বাস। আমি আশা করি, নগর কৃষি সম্পর্কে মানুষের মধ্যে আগ্রহ তৈরী করতে আপনি আরো সচেষ্ট হবেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এ বিষয়ে গবেষণা করে সহায়তা করতে পারে। একজন কৃষিবিদ তথা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রকে ঢাকা বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া । ভিসি কৃষিবিদ মো. খলিলুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন। মো. বশিরুল ইসলাম উপ_পরিচালক জনসংযোগ ও প্রকাশনা দফতর মোবাইল-০১৭১৬-৫৮১০৮৬
© 2025 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.