রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত আর্থিক, প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো: জাকির হোসেন। আজ ০১ সেপ্টেম্বর ২০২৪ (রবিবার) বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদের বিভাগীয় চেয়ারম্যানগণের সঙ্গে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
গত ২৯ আগস্ট ২০২৪ (বৃহস্পতিবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিদ্যমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যানগণের সঙ্গে আলোচনাক্রমে একজন সিনিয়র প্রফেসর-কে সাময়িকভাবে আর্থিক, প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব প্রদানের পরামর্শ প্রদান করা হয়।
উল্লেখ্য যে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের "বৈষম্য বিরোধী শিক্ষার্থী" এবং "নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ" এর উদ্যোগে আজ ১লা সেপ্টেম্বর ২০২৪ (রবিবার) থেকে সকল অনুষদের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
বার্তাপ্রেরক-
কৃষিবিদ মোস্তফা পাটওয়ারী
সহকারী পরিচালক, জনসংযোগ ও প্রকাশনা দপ্তর,
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা-১২০৭
মোবাইল: ০১৬৭১৯৯০৬৩৫
© 2025 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.