• +880244814020
  • Fax: +880244814003
  • info@sau.edu.bd

News and Event Details

শেকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Post Date: 2023-12-14
image

তারিখ: ১৪-১২-২০২৩ ইং

প্রেস বিজ্ঞপ্তি
শেকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ ১৪ ডিসেম্বর ২০২৩ (বৃহস্পতিবার) সকাল ৭টা ৩০মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন কৃষি অনুষদের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভূ্ঁইয়া ও কালো পতাকা উত্তোলন করেন মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম।

এরপর আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রশাসনিক ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

পরবর্তীতে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভূ্ঁইয়া'র নেতৃত্বে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন শেকৃবি'র মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আলী, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো: মোফাজ্জল হোসাইন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো: ফরহাদ হোসেন, প্রভোস্ট কাউন্সিল এর আহবায়ক অধ্যাপক ড. মো: কামাল উদ্দিন আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. মো: হারুন-উর-রশিদ, বিভিন্ন বিভাগের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

ধন্যবাদান্তে

কৃষিবিদ এ. এইচ. এম. মোস্তফা কামাল
জনসংযোগ কর্মকর্তা, শেকৃবি, ঢাকা।
মোবাইল-০১৭৪৩-০৪৪১২৮