তারিখ: ৩০-০৮-২০২৩ ইং
প্রেস বিজ্ঞপ্তি
শেকৃবিতে কিনোয়া উৎপাদন প্রযুক্তি ও বিপণন শীর্ষক আপ-স্কেলিং কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশে কিনোয়া উৎপাদন প্রযুক্তি ও বিপণন শীর্ষক আপ-স্কেলিং এক কর্মশালা আজ ৩০ আগষ্ট ২০২৩ বুধবার সকাল ৯:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত¡ বিভাগ এর আয়োজনে ও ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড এর আর্থিক সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সাউরেস এর পরিচালক অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান খান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোঃ শিরিন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র প্রো-ভাইস চ্যান্সেলর (দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর) অধ্যাপক ড. অলোক কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, ডাচ-বাংলা ব্যাংক লিঃ এর প্রোগ্রাম এক্সপার্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মঞ্জুরুল আলম এবং উক্ত ব্যাংকের প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রকৌশলী ড. মোঃ আব্দুর রাজ্জাক আকন্দ। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, ডাচ-বাংলা ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও উদ্যোক্তা।
কর্মশালায় প্রধান অতিথি ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোঃ শিরিন বলেন, ডিবিবিএল বাংলাদেশের কৃষি উন্নয়নের জন্য কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) প্রকল্পের আওতায় গবেষণা প্রকল্পে প্রথমবারের মত ১৮ কোটি টাকা আর্থিক সহায়তা দিচ্ছে। ১৩ কোটি টাকা ব্র্যাক এর মাধ্যমে দূর্গম অঞ্চলের অবহেলিত কৃষকের জন্য ফসলের বীজ, কম্বাইন্ড হার্ভেষ্টর, রাইস ট্রান্সপ্লেন্টার, সারসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এদেশের কৃষিতে কৃষিবিদদের অবদানের কথা মাথায় রেখে কৃষির উন্নয়নে ৫ কোটি টাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ০৮টি গবেষণা প্রকল্পের মাধ্যমে অর্থায়ন করেছে ডিবিবিএল।
কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে শেকৃবি’র দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. অলোক কুমার পাল বলেন, কিনোয়া একটি সুপার ফুড, যা দেশের খাদ্য ও পুষ্টির নিরাপত্তায় বিশেষ ভ‚মিকা রাখবে বলে মনে করি। কিনোয়া দক্ষিণ অঞ্চল বিশেষ করে লবণাক্ত অঞ্চল ও চরাঞ্চলের পতিত জমিতে খুব সহজেই চাষ করা যায়। তিনি কৃষি গবেষণায় ডিবিবিএল এগিয়ে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি অনুষদের সাবেক ডিন ও প্রকল্পের কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস ও কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অধ্যাপক ড. আনিছুর রহমান।
কৃষিবিদ এ. এইচ. এম. মোস্তফা কামাল
অতিরিক্ত পরিচালক
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল-০১৭৪৩-০৪৪১২৮
© 2025 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.