তারিখ-১৪-০৬-২০২৩
প্রেস বিজ্ঞপ্তি
শেকৃবি’তে বঙ্গবন্ধু আন্তঃ হল ফুটবলে চ্যাম্পিয়ন শেখ লুৎফর রহমান হল
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু আন্তঃ হল ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২২-২৩ এ চ্যাম্পিয়ন শেখ লুৎফর রহমান হল। টুনামেন্টের ফাইনালে ২-১ গোলে তারা পরাজিত করে কবি কাজী নজরুল ইসলাম হলকে। ১৩ জুন মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এর আগে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শেখ লুৎফর রহমান হল ৫ পয়েন্ট ও কবি কাজী নজরুল ইসলাম হল ৩ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলার ২৮ মিনিটে আনাস মাহমুদের দূর্দান্ত গোলে এগিয়ে যায় কবি নজরুল ইসলাম হল। পরবর্তীতে এলমি হোসাইনের দূর্দান্ত ফ্রীকিকে খেলায় সমাতায় ফিরে শেখ লৎফর রহমান হল। নির্ধারিত সময়ে আর গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে এলমি হোসাইনের ফ্রীকিকে শেখ লুৎফর রহমান হল ২-১ গোলে এগিয়ে যায়। পরবর্তীতে আর গোল না হলে তারা ২-১ গোলে কবি কাজী নজরুল ইসলাম হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র মাননীয় উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত উপাচার্য) অধ্যাপক ড. অলোক কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম। খেলায় সভাপত্তিত্ব করেন শরীর চর্চা ও শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. আয়েশা আক্তার। আরও উপস্থিত ছিলেন সকল হলের প্রভোষ্টবৃন্দ, শেকৃবি ছাত্র লীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু, সাধারন সম্পাদক মিজানুর রহমান, শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ।
টুর্নামেন্ট জুড়ে তরুণ উদীয়মান খেলোয়াড় হয়েছেন এলমি হোসাইন, সেরা গোলকিপার হয়েছেন রিফাত মাহমুদ, ম্যান অব দা ফাইনাল হয়েছেন এলমি হোসাইন (২), সেরা গোলরক্ষক হয়েছেন নবাব সিরাজ-উদ-দৌলা হলের মোহিউদ্দিন মুরশিদ সাইফ, সর্বোচ্চ গোলদাতা (৩) হয়েছেন এলমি হোসাইন ও প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন লুৎফর রহমান হলের সিমসং মার্ডি।
কৃষিবিদ এ. এইচ. এম. মোস্তফা কামাল
অতিরিক্ত পরিচালক
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
শেকৃবি, ঢাকা
মোবাইল-০১৭৪৩-০৪৪১২৮
© 2023 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.