তারিখ: ১১-০৬-২০২৩ ইং
প্রেস বিজ্ঞপ্তি
শেকৃবি’তে বাংলাদেশ উদ্ভিদ রোগতত্ত্ব সমিতির ১০ম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ উদ্ভিদ রোগতত্ত্ব সমিতির (বিপিএস) ১০ম দ্বিবার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুন) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শেখ রাসেল টিএসসি অডিটোরিয়ামে বিপিএস ও শেকৃবি’র যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ উদ্ভিদ রোগতত্ত্ব সমিতির সহ সভাপতি অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উদ্ভিদ রোগতত্ত্ব সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
এ সময় 'বাংলাদেশে উদ্ভিদ রোগবালাই এর বর্তমান পরিস্থিতি এবং আগামীর চ্যালেঞ্জ' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।
এতে বলা হয়, বিশ্বব্যাপী প্রতিনিয়ত বাড়ছে খাদ্যের চাহিদা। জলবায়ু পরিবর্তনের সাথে ফসলের রোগবালাই বাড়ছে। বাংলাদেশেও নতুন নতুন রোগবালাই ফসল উৎপাদনে হুমকি হয়ে দাড়িয়েছে। যা বিদেশে কৃষিপণ্য রপ্তানিতে অন্যতম বাঁধা। আগামীর কৃষিতে জীবাণু সংক্রমণের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি উপকরণ আমদানিতে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। পরিবেশবান্ধব কার্যকরী জৈব বালাইনাশক ব্যবহার করতে হবে। রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন, কৃষি প্রযুক্তি, সেন্সিং, কৃষি গবেষণা প্রতিষ্ঠান এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় আরোও গুরুত্ব আরোপের কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহা পরিচালক ড. মো. শাহজাহান কবীর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহা পরিচালক ড. দেবাশীষ সরকার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সভাপতি ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান আকন্দ ।
কৃষিবিদ এ. এইচ. এম. মোস্তফা কামাল
অতিরিক্ত পরিচালক
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
শেকৃবি, ঢাকা
মোবাইল-০১৭৪৩-০৪৪১২৮
© 2025 Sher-e-Bangla Agricultural University. All rights reserved. Maintained by: ICT Cell, SAU.